বুধবার, ২৩ মার্চ, ২০১৬

ঈর্ষা ধোয়া




ঈর্ষা ধোয়া
- যাযাবর জীবন

সন্ধ্যে হতেই চাঁদটা মাথার ওপর
চাঁদনি জড়িয়ে নিলো আমায়
অনেক দূরে কোথাও অভিমানের ভাপ
পোড়া গন্ধে দম বন্ধ ঈর্ষা ধোয়ায়;

চাঁদের সাথে ঈর্ষা তোর
সতিন চাঁদনি
তোর আর চাঁদের মাখামাখি ভালোবাসায়
জড়িয়ে আছি আমি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন