এক এক সময়
- যাযাবর জীবন
কি সব কথা যে মনে হয়!
মন খারাপের এক এক সময়;
সকাল দুপুর বিকেল কিংবা রাতের প্রহর
কিছু রাতে নির্ঘুম চোখ দেখে ভোর
সময়ে কি এসে যায়?
যখন সময় থেমে রয়।
এই তো মাত্র সেদিনকার কথা
খেলায় খেলায় গড়া প্রেমের খেলাঘর
চেয়ে দেখ আজ ভাংছে বালির ঘর
স্বপ্ন-মগ্ন দিনগুলো পলকের আগেই কেমন ফুরিয়ে গেলো
সময়ের আগে বিচ্ছেদ ধেয়ে এলো
কি? এবার বিশ্বাস হলো?
মনের সাথে গাঁট বেঁধে থাকা মোহ মায়া
বলেছিলাম না? প্রেম অন্ধকারের ছায়া;
অনুভূতি, অনুভব তো মানুষের হাতে নয়
মনকে শাসনে বেঁধে রাখতে হয়
পেরেছিস কি তুই?
আমিই কি পেরেছি? বেড়ি দিতে মনে
সচেতনে কিংবা আনমনে,
কেন যে মন ছুটে পালায়? তোকে ছুঁতে,
অনুভবে আর অনুভবে
মন ছুঁতে মনে।
ধ্যাত!
কি সব কথা যে মনে হয়!
মন খারাপের এক এক সময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন