বুধবার, ৯ মার্চ, ২০১৬

চক্র, ক্রমাগত



চক্র, ক্রমাগত
- যাযাবর জীবন

কিছু দুঃখ খুব একান্ত
কিছু কষ্ট কেও বোঝে না
হাসিমুখ চিরচেনা;
মন তেঁতে উঠতেই লাল
প্রেম গরম হলেই বিছানা
ভালোবাসে কেন এত ভয়?
বুক উদলা করে দিলেই কি আর মন দেখা যায়?
মনের কথায় শরীর
রিপুর কথায় নয়,
দুঃখ কষ্ট'তো জীবনে থাকবেই
জনসমক্ষে ঢোল পেটাতে হয়?
ভালোবাসায় লাল রঙ ছড়িয়ে দিলেই অভিমান
মন খারাপের ঝড়ে মনাকাশ থেকে লাল রঙ সরে গেলেই
পুরনো ভালোবাসার বৃষ্টিতে ভিজতে থাকে ভেতর।

একটি দমবন্ধ চুমু খা,
তারপর তুইও ভিজে যা
ভেতর ও বাইরে;
তারপর না হয় আবার অভিমানের ঝড়
নতুন করে
পুরনো প্রেমে।

চক্র ঘুরতেই থাকে,
ক্রমাগত;
প্রেম ও অভিমানের,
ভালোবাসার ঘরে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন