শুক্রবার, ১১ মার্চ, ২০১৬

অবোধ্য



অবোধ্য
- যাযাবর জীবন

তোকে ভালোবাসার দিন
স্তব্ধ ভাবনার,
তোর আগমনী রাত
স্বপ্নের
নির্ঘুমের
কান্নার;
মেয়েরা ছলনায় পটু হয় সে তো জানা কথা
তুই তার চেয়েও এক কাঠি বাড়া, অবোধ্য নারী।

উপচানো ভালোবাসা নারীত্বের রঙে রঙিন
প্রেম ভাইরাসে আক্রান্ত সাদাকালো পুরুষগুলো
ছলাও যে অভিনয় কলা কবে বুঝবে পুরুষ?
ও হে নীল রক্তের নারী, বুক চিড়লে লাল কেন তোর?

তোর চুলে মেঘের ভেলা
চিরুনি বেয়ে নেমে আসে অনুভবে
ভালোবাসার আবেশে পুরুষ
কলমে কবিতা বোনে;
ক্ষরণ বুঝিস কি তুই? হে নারী।

মাটি ঘুমিয়ে পড়বে মাটির ঘরে, তোকে বুঝতে বুঝতে
ভালোবাসা বুঝবি কবে? হে নারী।

.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন