মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

ভালোবাসার চক্র



ভালোবাসার চক্র
- যাযাবর জীবন

সম্পর্ক হারায়
গল্প হারায়
কবিতা হারায়
মানুষ হারায়
অনুভূতি রয়ে যায়;

আমরা দূরে সরে গেছি,
অনেক অনেক দূরে
পরস্পর থেকে পরস্পরে,
তবু আজো আমি ভালোবাসি তোকে
তুই ভালোবাসিস তাকে
সে ভালোবাসে আমাকে,
ঘুরছে ভালোবাসা চক্রাকারে
অনুভবে আর অনুভবে;

চক্র পূর্ণ হলে কবিতা মরে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন