বুধবার, ২৩ মার্চ, ২০১৬

হীরক রাণী



হীরক রাণী
- যাযাবর জীবন

আঙ্গুলী হেলনেই তোর প্রেমরাজ্য,
সকল প্রেমিকাই হীরক রাণী;

তুই পূর্ব বললে সূর্যদেব মাথা তোলে পূবে
তোর আঙুল ইশারায় লাল হতে হতে সূর্য ঘুমিয়ে পরে পশ্চিমে,
পুরুষ কোন ছাড়!
ট্রয় ধ্বংস হয়েছিল তোরই কারণে ও প্রেমিকা,
হে নারী;

প্রেমিক মাত্রই তোর প্রজা,
হে হীরক রাণী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন