জলকুমারীর মন খারাপ
- যাযাবর জীবন
আজ তোর মন এত খারাপ কেন?
কই না তো!
উঁহু, তোর মন খারাপ,
আরে নাহ, মন ভালোই আছে;
আমার নাক বড্ড সরেস রে জলকুমারী
আমা থেকে লুকোবি?
ঐ ওখানে তোর মন পুড়ে
মনখারাপের গন্ধ এখানে আমার নাক জুড়ে;
জলকুমারী একটু চুপ করে থেকে ডুব দেয় জলে,
তারপর অন্ধকার;
রাতভর আমাকে ঘিরে রাখে মন খারাপের হাওয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন