রবিবার, ২ অক্টোবর, ২০১৬

নিষেধাজ্ঞার বেড়াজালে



নিষেধাজ্ঞার বেড়াজালে
- যাযাবর জীবন

ইদানীং সবকিছুতেই বড্ড নিষেধাজ্ঞা;
নিষেধাজ্ঞা খাওয়ায়
পড়ায়
চলনে বলনে;

কিই বা ঘোড়ার ডিম খেতাম সারাদিনে?

মুখের মধ্যে গুঁজতাম কিছু ছাইপাঁশ শাক সবজি
আর ঠোঁটের মধ্যে চুমু;

রাত হলেই কোলবালিশটা কাঁদে,
কাহাতক আর চাপ সহ্য হয়?

জলে ডুব দিয়ে কি আর মন ঠাণ্ডা হয়?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন