বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

আবেগানুভূতি



আবেগানুভূতি
- যাযাবর জীবন


কিছু হাসি হাসি কান্না কিছু কান্না কান্না হাসি
কিছু সুখ সুখ অনুভব আর কিছু দুঃখ দুঃখ অনুভূতি
কিছু সত্য সত্য মিথ্যা আর কিছু মিথ্যা মিথ্যা সত্য
অনুভবের মিশ্রণ, অনুভবের অনুভূতি
মানুষের মাঝে অনুভব, মানুষেরই অনুভূতি;

কেও কেও তোমরা আবেগপ্রবণ যখনই আকাশে মেঘের আগমন
কারো কারো আবার কাব্যে মাতম বৃষ্টি যখন ঝুমা ঝুমঝুম

আমার কাছে মেঘ মানেই মনখারাপ
আর বৃষ্টি মানে কান্নার ধুম;

কেও কেও তোমরা কবিতা লিখ আকাশে যখন জ্যোৎস্না হাসে
কারো কারো মনে ভাবের উদয় চাঁদ উঠলেই ভালোবাসে

আমার কাছে চাঁদনি মানেই মনখারাপ
আমার ঘরে চাঁদ উঠলেই রাত্রি আসে;

আমি মানুষের হাসিই বুঝি না
কান্না পড়ব কি?

অনুভূতি আমার কাছে রাত রাত অনুভব
যখন মানুষের মুখে অনর্থক হাসি দেখি,
শুধু বারবার মনে হয়,
আরে, আরে! অকারণ হাসছে কেন?
এর উদ্দেশ্যটা কি?

মানুষের মাঝে মিশ্র অনুভব মানুষেরই মিশ্র অনুভূতি
আমার পাথর চোখ, পাথর মন
কোথায় আবেগ? কোথায় অনুভূতি?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন