সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

উপহার



উপহার
- যাযাবর জীবন


কতজন কত দামী দামী উপহারই না দিয়েছে আমায়
বিভিন্ন পালা পর্বণে
আমার ঘরের আলমিরায় সাজানো আছে থরে থরে
কখনো সখনো একটি দুটির দিকে চোখ যায়
কখনো একটি দুটির দিকে মন;

ওখানে তোর দেয়া কোন উপহার সাজানো নেই,
কাঁচের আলমিরাতে;
কেন জানিস?
তোর দেয়া সব উপহারগুলো সাজানো আছে মনের ঘরে
থরে থরে;

আর তোর দেয়া সবচেয়ে দামী উপহারটা রেখে দিয়েছি
বুকের মধ্যেখানে, একান্ত নিজের করে;
জানিস সেটা কি?
তুই নিজে;

তুই নিজেই বুঝিসনি কখন নিজের অজান্তে
তোকেই দিয়ে দিয়েছিস আমায়!

আমি চুপে চুপে বের করে দেখি তোকে
মনঘর খুলে খুলে,
মন খারাপের প্রহরে প্রহরে;
তারপর আবার ঢেকে রেখে দেই তোকে
মনঘরে
খুব যতনে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন