সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

আনাড়ি



আনাড়ি
- যাযাবর জীবন


তোর সামনে একজন
তুই ছুঁয়ে থাকিস তাকে,
ভালোবাসিস অন্য কাওকে
কান্না অন্য আরেকজনের জন্য,
আমি তোকে বুঝি না নারী;
মন পড়ায় আমি বড্ড আনাড়ি।

আমার সামনে তুই
ছুঁয়ে থাকি তোকে
মন পোড়ে তোর জন্য,
একে কি ভালোবাসা বলে?
মন বুঝতে আমি তোকেই বুঝি রে নারী!
ভালোবাসায় আমি বড্ড আনাড়ি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন