জল ধোয়া জল
- যাযাবর জীবন
যতবার উড়াল ডানা
ততবার মন অজানা
আকাশে সাদাকালো মেঘ
তুই কোথায়?
যতবার ভেসেছি জলে
ততবার ভিজেছি তোতে
জল ধুয়ে নেয় ভেজা চোখ
তুই কোথায়?
যতবার ভালোবাসা মন
ততবার রাতজাগা শিহরণ
চোখ জড়িয়েছে নির্ঘুম রাত
তুই কোথায়?
যতবার ভেবেছি তোকে
হারিয়েছি নিজেতে নিজে
কোথায় রে তুই? তুই কোথায়?
একবার তো আয়! ভালোবাসায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন