জগাখিচুড়ি
- যাযাবর জীবন
কিছু কথা তুই বলেছিলি
কিছু বুঝে নিয়েছিলাম আমি
তারপর প্রেমের জগাখিচুড়ি
আজকাল তুই একদম চুপ
আমি নৈঃশব্দ্যের গান শুনি
রাতের আকাশে চাঁদ একদম একা
আচ্ছা! তুই কি আগের মত জ্যোৎস্না দেখিস?
চাঁদে ভিজিস ছাদে?
এখনো ঠোঁট উল্টাস অভিমানে?
তোর বারান্দার হাস্নাহেনা গাছে ফুল ফুটেছে?
জোনাক ওড়ে ছাদের কামিনী ডালে?
ভোরের বেলায় শিউলি কুড়াস? মালা গাঁথবি বলে;
জানিস, আমার চোখ নির্ঘুম রাত্রি
চোখে স্বপ্ন আসে না অনেক দিন হলো
চাঁদ দেখলেই ঘরে ঢুকে যাই
জ্যোৎস্না হলে কেমন অস্থির লাগে
ফাঁকা বিছানায় হাত চলে যায় অজান্তে আনমনে,
যখন খুব বেশী অস্থির লাগে তখন তোকে দেখি স্মৃতি খুলে খুলে;
যখন তুই ছিলি
প্রতিদিন তোকে দেখতাম সময় সুযোগ করে,
এখন তুই নেই
তবুও প্রতিমুহূর্তে তোকে দেখি স্মৃতি ভেঙে ভেঙে;
আচ্ছা! তুই কি এখনো আগের মতই আছিস
নাকি আরও বেশী সুন্দর হয়েছিস?
দেখিস, একদিন ঠিক তোর কাছে পৌঁছে যাব তারা গুনে গুনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন