বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

জায়া ও পতি



জায়া ও পতি
- যাযাবর জীবন


পাশাপাশি দুটি শরীর পড়ে আছে বিছানায়,
দুটি নরনারী
সম্পর্কে স্বামী-স্ত্রী ,
রাত গভীর হতেই হাতে হাত
স্পর্শে শরীর,
প্রেম থাকুক কিংবা নাই থাকুক কাম তো থাকবেই
শরীর বলে কথা!
হাজার হোক প্রাণী তো!
মানব আর মানবী;

বিছানায় রমণরত দুটি শরীর
জড়াজড়ি দম্পতি,
ওপরে চড়ে আছে স্বামী
নীচে চোখ চেয়ে দেখে চর্বির দলা
মন কল্পনায় কোন এক সুন্দরী
ঝাপাঝাপি,
হিপোক্রেসি,
উঁহু! সুখী দম্পতি,
স্ত্রী ওপরে চেয়ে দেখে ভুঁড়িওয়ালা
মানস চোখে ব্যায়াম-পুষ্ট অন্য কোন পুরুষ
জড়াজড়ি,
হিপোক্রেসি,
উঁহু! আদর্শ জায়া ও পতি;

বিছানা জুড়ে ঘুণপোকা
ঘুণপোকা কুড়ছে সম্পর্ক
জায়া ও পতি, দুজনাই পরকীয়া ভাইরাসে আক্রান্ত,
ঘরে ঘরে
ঘরে ঘরে,
ধ্যাত! এ আর নতুন কি?

ভালোবাসার ব্যাকটেরিয়া যখন দাম্পত্যে জমাট,
সেখানে ভাইরাস কোথায়?
আর নয়তো?
বিছানায় ঘুণপোকা

যেই না দাম্পত্যে পরকীয়া ভাইরাস ঢুকে পড়লো
তো সংসার ছারখার
বিবমিষা রমণ শেষে অন্ধকার বিছানা
জায়া ও পতি, একা একা;

দাম্পত্য বড় অদ্ভুত
অদ্ভুত আমাদের মন
অদ্ভুত সম্পর্কগুলো,
তাই না?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন