সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

কান্নার রঙ



কান্নার রঙ
- যাযাবর জীবন


কত কত রঙ তোর
কত রঙের মন
মন আর নারীতে
কত কত বিভাজন,
চিনতে পারি নি নারী
চিনি নি তোর মন
রংধনুর রঙে দেখি
তোর নানা রঙ;

সাদা দেখি কালো দেখি
জ্যোৎস্না মন
মনের রঙ কি হে নারী
রংধনুর রঙ,
কত কত মন রঙে
কত রঙের ঢং
ভালোবাসার রঙ নাকি
অশ্রুর রঙ;

জলের রঙ কি রে নারী?
অশ্রুর রঙ?
ভালোবাসা কান্না
ভালোবাসা ক্ষরণ,
নারীর মন কেমন?
ষড়ঋতু যেমন
প্রেম মানেই ছলনা
কান্নার রঙ।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন