সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

তোতে, তোতে



তোতে, তোতে
- যাযাবর জীবন


যখন স্পর্শে তুই, ছুঁয়ে ছুঁয়ে থাকা
ছুঁয়ে ভালোবাসা
যখন অনেক দূরে, মনে মন রাখা
মনে ভালোবাসা

আমার ভোর শুরু হয় তোতে
আকাশে সূর্য ওঠে সকালে, আমি রোদ তাপাই তোতে
দুপুর গড়িয়ে বিকেল নামে, আমি ভাত ঘুমে তোর সনে
সন্ধ্যা গড়ালেই আকাশে চাঁদ, তুই চাঁদনি আমার
তারপর ভালোবাসাবাসির সারা রাত
স্পর্শে ছুঁয়ে ছুঁয়ে
দূর থেকে মনে মনে
তারপর সারারাত স্বপ্নঘুমে তুই বুকে,

আর ভালোবাসাবাসির অষ্টপ্রহর তোতে, তোতে।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন