সৌন্দর্য কোথায়?
- যাযাবর জীবন
সৌন্দর্য কি রূপে?
আরে নাহ!
যে দেখে তার চোখে;
আমার চোখে অপরূপ অমাবস্যা
তোর চোখে জ্যোৎস্না
চাঁদ হাসে বিভিন্ন রূপে
অমাবস্যা আর চাঁদনির রাতে;
আমি অমাবস্যায় মজেছি তোতে
তুই ভরা চাঁদে আমাতে
ছোঁয়াছুঁয়ি হয়নি আমাদের
ভালোবাসার রাতে;
আয় ভালোবাসাবাসি করি একবার
ঠোঁটে ঠোঁট ছুঁয়ে
চাঁদহীন চাঁদনি রাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন