বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

চোখ কথা বলে



চোখ কথা বলে
- যাযাবর জীবন


চোখ বলে
চোখ কথা বলে

তার চোখ জুড়ে মায়া
আমার লবণ সহ্য হয় না ;

কেও কেও দুর্বোধ্য ভাষায় কান্না আঁকে
ভালোবাসা কাঁদায় কাওকে মধ্য রাতে

অনেক দিন হাসে নি সে
শুধুই কেঁদেছে না বুঝে ভালোবেসে

লবণে অরুচি আমার
আমি তার চোখ দেখি না

আজ কান্না মুছবো না আমি তার
আমারও অভিমান আছে,
কেন বোঝে নি সে ভালোবাসা আমার?

একদিন, কোন একদিন
ভালোবাসা বুঝবে সে
আমি থাকি আর না থাকি
আকাশ পাতাল আমায় খুঁজবে সে

তারপর?

আমায় খুঁজে না পেলে মন লবণ নদী
আর চোখ কান্না সাগর,
তার ও আমার;

আর খুঁজে পেলে?

আমি রাত হব সে জ্যোৎস্না
আমি ঘুম হব সে স্বপ্ন
যেদিন সে বৃষ্টি হয়ে ঝরে পরবে আমার বুকে
কান্না মুছে যাবে তার চোখ থেকে;

আমি প্রহর গুনছি,
হয় আমি রাত্রি হব
আর নয়তো হবে তার ভোর।











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন