বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

প্রেম করে কিংবা না করে

কত জনই তো কবিতা লিখে

প্রেমের কবিতা, 

প্রেম লিখতে গেলে কেন আঘাত পেতেই হবে? 

আঘাত না পেয়ে কি প্রেমের কবিতা লেখা যায় না? 

আরে প্রেম করলেই তো প্রেমের কবিতা লেখা যায়,  

যায় না?

হয়তো যায় না, গেলে তো মানুষ থেকে প্রেমের কবিতা হয়ে যেতো বেশি 

প্রেম কে নাই বা করে, কম আর বেশি? 


কেউ কেউ একাধিক প্রেম করে, 

ওরা সবাই কি প্রেমের কবিতা লিখে? খাতা ভরে ভরে

কত প্রেমিক প্রেমিকাই তো আছে যারা কবিতাই বোঝে না, 

তাই বলে কি ওরা প্রেম করে না? 

আরে করে, করে

ওরাও প্রেম করে 

একটি দুটি থেকে শুরু করে হালি হালি প্রেমে পরে

ডজন ডজন প্রেম করে 

কবিতা বুঝলেও করে, না বুঝলেও করে; 

 

এদের মাঝে কেউ কেউ প্রেম করে করে ধোঁকা খায়, বোকা বনে 

আবার কেউ বা প্রেমিকাকে নিয়ে সংসার গড়ে 

এদের মাঝে কেউ কেউ হয়তো কবিতা বোঝে

কেউ হয়তো কবিতা লিখে 

আর কারো কাছে কাব্য মানেই বাতুলতা;


তবে এদের মাঝে কেউ কেউ ঐ যে ধোঁকা খেয়ে বোকা হয়!  

কিংবা ছ্যাঁকা খেয়ে বাঁকা! 

তাদের মধ্যে একটা দল, খুব দুঃখ পেলে কাগজে কলম ঘষার চেষ্টা করে

কেউ কেউ উস্কোখুস্কো চুলে মুখ ঢেকে রাখে 

কেও চেহারা আড়াল রাখে সিগারেটের ধোঁয়ায়,  

কেউ কেউ আপন মনে বিড়বিড় করে কি কি সব কথা বলে

তারপর কোন একটা সময়ে হাতের কলম আঁকতে শুরু করে কাগজে 

দুষ্ট লোকেরা ঠাট্টার ছলে বলে ধোঁকা-কথন, ছ্যাঁকা-গাঁথন   

তবে বোদ্ধাদের কেউ কেউ বলে কবিতা

এভাবেও নাকি কবিতা লেখা হয়

এভাবেও নাকি কিছু কবিতার জন্ম হয়;


আমি কবিতা লিখতে শিখি নি

কবিতা যে আসলে কি? তা হয়তো জীবনে বুঝিই নি; 

মাঝে মাঝে মন যখন খুব খারাপ থাকে! 

 - তখন কাগজে কলম ঘষি,  

মাঝে মাঝে মন যখন খুব ভালো থাকে! 

 - তখনো কাগজে কলম ঘষি, 

কখনো হয়তো কোন এক রূপবতী নারী দেখি 

তখন মন উচাটন হয়, কখনো কখনো মন বিহ্বল   

 - আমি কাগজে কলম ঘষি, 

মাঝে মধ্যে রূপবতীদের দিকে এগিয়ে যেতে গিয়ে আয়নায় চোখ যায়

আয়নার মানুষটাকে দেখে মনটা বড্ড খারাপ হয়ে যায় 

 - আমি বাস্তবে ফিরে আসি, তারপর যথেচ্ছা কাগজে কলম ঘষি হিবিজিবি,  

আমি প্রেমিক হয়ে কিংবা না হয়েও চিন্তার বিভোরে হারাই 

কাগজ কলম সামনে পেলে মনের অজান্তেই আঁক দিয়ে যাই,


একটা কথা কি জানো?

শুধুশুধুই আমি কাগজে কলম ঘষে যাই

সাদা কাগজে কিছু অর্থবহ কিংবা অর্থহীন কালো দাগ ফুটে ওঠে 

আমি কুটিকুটি করে কাগজ ছিঁড়ে বাতাসে ওড়াই, 

দুঃখ একটাই - একটা কবিতাও লিখতে পারলাম না জীবনে,  

প্রেম করে কিংবা না করে।   




০৭ ডিসেম্বর, ২০২১


#কবিতা 



প্রেম করে কিংবা না করে 

 - যাযাবর জীবন 





 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন