শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

চাঁদের দোষ


চাঁদের দোষ
- যাযাবর জীবন

রাতের ফিকে চাঁদ, আকাশ থেকে নেমে আসে অস্পষ্ট ধুসর
আলো হয়ে যায় অন্ধকারের চাদর, ভাবাবেগে প্রেমিক
আপ্লুত প্রেমিকা, নানা রঙের রঙিন স্বপ্ন আঁকা
কিংবা সাদাকালো দুঃখের গাঁথা
ভরে ওঠে কবিতার খাতা।

কেন যে চাঁদ ওঠে আকাশে'তে?
পাগল করতে!!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন