কাম-দৃষ্টি
- যাযাবর জীবন
চড়ানো কাপড় চামড়ার ওপর
হরেক রঙ বাহারি
মাটির চামড়া শুধুই সাদা কালো
আর নয়তো রঙ বাদামি,
উদলা বুক নরম গরম
দৃষ্টিতে কাম
কামে রমণ
চামড়ার ওপর খুঁজিস কেন মন?
উদলা বুকে প্রাণ নাই রে মাটির দেহে, চামড়ার ওপর
অন্তর্দৃষ্টি ভালোবাসার বাস মাটির দেহে, মনের ভেতর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন