শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

ভালোবাসার মৃত্যু



ভালোবাসার মৃত্যু
- যাযাবর জীবন

ভালোবাসা কি?
একটি শব্দ
অনেক কবিতা
বহু কাব্যগাথা,
আর অনুভবে ভালোবাসা;

কেও ভালোবাসায় মৃত্যু দেখে
কেও ভালোবাসার মৃত্যু দেখে;

আমি দুটোই দেখেছি
ভালোবেসে
আর ভালোবাসা অনুভবে।



শীতের রাতে



শীতের রাতে
- যাযাবর জীবন

শীতের রাত জুবুথুবু লেপমুড়ি
তোর গরম কাটে কি?
ঠাণ্ডার মধ্যেও প্রতি রাতে স্নান তোর করতেই হয়,
ভিজিয়ে আমায়;

শীতের রাতে।


সীমিত ভালোবাসা



সীমিত ভালোবাসা
- যাযাবর জীবন

স্পর্শের ওপারে তুই
ইচ্ছে ছুঁয়ে দেখার
হৃদয়ের ওপারে তুই
তবুও ভালোবাসার;

মানুষ হওয়ার অনেক যন্ত্রণা
সব কথা মুখে বলা যায় না
সীমিত ভালোবাসায় কাটিয়ে দিতে হয় জ্যোৎস্না।



বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

উঁইপোকার খাদ্য



উঁইপোকার খাদ্য
- যাযাবর জীবন

শাড়িটা সে রাতেও পড়েছিলি ব্লাউজ ছাড়া
প্রগলভ নারীদেহ একপ্যাঁচে একহারা
বড্ড আক্রমণাত্মক
সাদা দেহে কালো শিফন শাড়িটা;

কেও ভালোবাসা খোঁজে দেহের ভাঁজে
কেও চোখ নামায় পরম লাজে,
রাসপুটিন জন্মায় না যুগে যুগে
রাতভর কাম কাটে উঁইপোকা।



শরীরের গন্ধ



শরীরের গন্ধ
- যাযাবর জীবন

বেলি বকুলের ঘ্রাণ যতই মাখিস তোর সারা গায়
আমার শরীরের গন্ধ তোর ভেতরে রয়ে যায়;
ঘাস বিচালির গন্ধ অনেক মেখেছি গায়
তোর শরীরের গন্ধ তবু কি মন থেকে যায়?



তুই কোথায়?



তুই কোথায়?
- যাযাবর জীবন

তোর ঠোঁটের রেখায় বড্ড প্রগলভতা
আমার জন্য একটু বেশিই বেশি
আয়নায় চুমু খেয়ে কি হবে বল?
রাত হলে আমায় তো সেই অন্ধকারই চুমু খায়......

তুই কোথায়?


মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

প্রেম ও মোহ



প্রেম ও মোহ
- যাযাবর জীবন

পাওয়ার থেকে দেওয়ার ভাগ অনেক বেশি
প্রেমেতে
কাম শরীর সর্বস্ব
মোহেতে শুধুই পেতে চায় মানুষ;

ভালোবাসার তারা কোথায়
সবই দেখি মোহের ফানুশ।


সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

ছাই



ছাই
- যাযাবর জীবন

অন্ধকারের কত রূপ
কত রূপ নারীর!
দেখেছি প্রেমের রঙ
কালো থেকে গভীর;

আমারও সাধ জাগে সূর্য হতে
পুড়তে কিংবা পুড়িয়ে দিতে
ভালোবাসায় ও তোতে;

অন্ধকার পুড়লে কি থাকে?
আমার মুঠো ভরা ছাই
দহ ও দাহের
আমারই।



রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

গন্তব্য ভালোবাসার



গন্তব্য ভালোবাসার

- যাযাবর জীবন

আমাদের শুরু ছিল
শেষ হয় নি
গন্তব্য ছিল
অথচ পথ চলা হয় নি;
এই নীলাকাশ
এই খড়ের মাঠ
এই নদী এই বন
সবাই অপেক্ষায় ছিল
শুধু আমরাই মেতে ছিলাম সেদিন
ঘরকুনো ভালোবাসায়;

আজ কোথায় আমি আর কোথায় তুই!
অথচ দেখ নিয়তির সংযোগ?
ভালোবাসাটা তেমনি বুকে ধরে আছি
অথচ আমাদের নেই কোন যোগাযোগ;
একদমই কি নেই?
তবে চাঁদের দিকে তাকালেই কেন তোর স্পর্শ পাই?
আমি চাঁদনি মাখি ঘোর অমাবস্যায়
তুই তখন হয়তো ঘুম আঁকিস চোখে
কিংবা নির্ঘুম আমায় মনে করে;
অথচ সেদিন যদি নদীর ডাক শুনতাম
ডানা ভাসাতাম নীলাকাশে!
তবে আজ তুই আমার পাশে থাকতি বিছানাতে
আর আমরা স্বপ্ন আঁকতাম দুজনে মিলে
একসাথে;

অথচ আজ আমরা চোখ বুঁজে স্বপ্ন খেলি
চাঁদ উঠলে চাঁদনি মাখি
বৃষ্টি হলে ভিজি ভালোবাসায়
আর চোখের জল লুকোই ঘন কুয়াশায়;

আমরা আজো ভালোবাসি
সেই আগের মতই
দুজন দুজনকে
আর রোদে রোদে অন্ধকার খেলি
সবার চোখের আড়ালে
কেও যাতে বুঝতে না পারে।



শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

কামচোখে পাহাড় দর্শন



কামচোখে পাহাড় দর্শন
- যাযাবর জীবন

বুকের দিকে আড়ে আড়ে কেন তাকাস কেন রে নর?

পাহাড় দেখিস?
বাইতে পারবি?
অনেক শক্তি?
অনেক শৌর্য?

ভালো করে তাকা
বুকের দিকে
স্তনের দিকে,
আড় চোখে নয়
সরাসরি
পূর্ণ দৃষ্টিতে তাকা বুকের দিকে রে কামুক পুরুষ,
তারপর চোখ বন্ধ করে মনে কর
স্তন নিঃসৃত ফোঁটা ফোঁটা দুধে তোর শৌর্য
মনে পড়ে?
ভুলে গেলে না হয় মা কে জিজ্ঞেস কর;
কি! কাম নেমে গেলো?
আহা রে বীর পুরুষ;

নারী'কে বোঝ
কাম নয়
পুরুষ হ তুই
কামুক নয়।





বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

কি আশ্চর্য!



কি আশ্চর্য!
- যাযাবর জীবন

জলকুমারী,
ঘুম আসে না?
রাত গভীর হতে হতে অতল কুয়ো
আমি তোতে নামছি তো নামছিই
ঠাঁই কোথায় প্রেমে?
অথচ কি আশ্চর্য! ভালোবাসি দুজনে;

গাঢ় জ্যোৎস্না দেখছিস তুই ওখানে
রাত ঘন হতে
রূপসার জলঘাটে
এখানে অতল রাত্রিতে আমি আচ্ছন্ন গভীর কুয়াশায়,
চাঁদ চুয়ে চাঁদনি
মন চুয়ে তুই
রাতের দীর্ঘশ্বাসে দুজনা অন্ধকার হয়ে রই;
তারপর কান্না
এখানে আমার
ওখানে তোর
সুখ কোথায় প্রেমে?
অথচ কি আশ্চর্য! ভালোবাসি দুজনে;

তারচেয়ে চল জলে
চল ভিজি
চল ডুবি
দুজনে মিলে
রূপসার নীলে
শীতের জ্যোৎস্না যেখানে মিশেছে কুয়াশায়
সেখানে ডুবিয়ে নে আমায়
তারপর চল হারিয়ে যাই
দুজনেতে দুজনে
ঠোঁটে ঠোঁটে
এক হয়ে;
দুজনে মিলেই না হয় সুখ খুঁজে নেব এবার প্রেমে
আশ্চর্যের কি আছে?
ভালো যে বাসি দুজন দুজনে।





অসমাপ্ত ক্যানভাস



অসমাপ্ত ক্যানভাস
- যাযাবর জীবন

দুপুর রোদে জোনাক দেখেছে কে কবে?
আমি দেখেছি তোর চোখে জোনাক জ্বলে
রাতের সূর্যে আর দিনের অন্ধকারে
দেখেছি আমি মনের টর্চ জ্বেলে;

নদীর জলে অশ্রু দেখেছে কে কবে?
আমি দেখেছি তোর কান্না সাগর তলে
চুমুতে চুমুতে কান্না মুছে দিতে দিতে
লবণে আমার ঠোঁট জ্বলে;

আমি আলোতে যেমন পড়তে পারি তোকে
দিনের মত
রোদের মাঝে সূর্যের টর্চ জ্বেলে;

আমি তেমনি পড়তে পারি তোকে ঘন অন্ধকারে
রাতের মত
অমাবস্যায় জ্যোৎস্না বাতি জ্বেলে;

জানিস!
তোকে নিয়ে কবিতাটা আজো শেষ করতে পারি নাই;
কিভাবে করব বল?
অর্ধেক কবিতা ক্যানভাসে আঁকতে আঁকতে
বাকি অর্ধেক মুছে যায় তোর চোখের জলে।




বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

ভালোবাসা-হীন কাম



ভালোবাসা-হীন কাম
- যাযাবর জীবন

রিপুর নিয়ম মেনে
শরীর তো কথা বলবেই শরীরের সাথে
মন কি সাড়া দেয়?
ভালোবাসা-হীন কামনাতে;

ভালোবাসা বিহীন রমণে পার্থক্য কোথায়?
পশু আর মানবেতে।


চাঁদনি ও চাঁদ



চাঁদনি ও চাঁদ
- যাযাবর জীবন

ছবিতে বানর সুন্দর, কম কিসে হনুমান!
আমি তোকে মাথায় বসাব না;
মাথার ওপর ধা তিন তিন
ভালো লাগে না।

ছবিতে বিড়াল সুন্দর, মন কাড়া বাঘিনী
আমি তোকে চিরতে দেব না;
অনেক দেখেছি রক্তাক্ত থাবা
আর সয় না।

ছবিতে মায়াবিনী হরিণ চোখ, মায়া দেখেছিস গরুর চোখে?
তোর কান্নায় এখন আর যায় আসে না;
কলায় ভেঙেছি কোমর
সয়েছি অনেক ছলনা।

ছবিতে কেউটে মন মনোহর, নৃত্যরত মামবার তো কথাই নেই!
ছোবল মারায় তোর জুড়ি মেলা ভার;
দংশন আর প্রেমেতে ফারাক উনিশ আর বিশ
আমার সারা শরীরে ঠাসা আছে বিষ।

যতই শরীর বাঁকানো ছবি দেখাস
কাপড় চোপড়ে মেনকা রম্ভার সাজ;
যে দেখেছে চাঁদনি
তার চোখে শুধুই চাঁদ।

আমার আটপৌরে চাঁদনির যতই কলঙ্ক থাক
ভালোবাসি তোকেই;
আর
ভালোবাসি চাঁদ।






মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

অপ্রাপ্তির লাল



অপ্রাপ্তির লাল
- যাযাবর জীবন

পরের বৌটা সবসময়ই সুন্দর
আহা আহা!
সংসার করবি ওর সাথে?
না বাবা, না বাবা!
তবে নজর দিচ্ছিস কেন রে গাধা?

ওর বরটা কি যে হ্যন্ডসাম!
আহা আহা!
এসে সংসার কর তার সাথে;
আরে নাহ, না বাবা,
তবে নজর দিচ্ছিস কেন রে বোকা গাধা?

ওপারের ঘাসের মাঠ সব সময়ই ঘন সবুজ,
সব লাল শুধুমাত্র আমার বুকের ভেতর
অপ্রাপ্তি আর ঈর্ষার।


সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

অব্যক্ত অনুভব



অব্যক্ত অনুভব
- যাযাবর জীবন

নৈঃশব্দ্যের গভীরে মন গুনগুনায়
অব্যক্ত ভালোবাসা ভেতরে রয়ে যায়
হৃদয়ের অনেক অনেক গভীরে
এক শব্দহীন জগতে, বোবা কান্নায়;

মুখ ফুটে কোন কথা না হয়
নাই বা হলো আমাদের মাঝে
তবুও কি এক অনুভব যেন
হৃদয়ে রয়ে যায়;

অবোধ্য অনুভব
ভালোবাসা কিংবা প্রণয়ের.........


তুই, আমি আর জ্যোৎস্না-কাব্য



তুই, আমি আর জ্যোৎস্না-কাব্য
- যাযাবর জীবন

আকাশ জুড়ে হো হো জ্যোৎস্নার ঝড়
তচনচ মন হাহাকার তো'তে
চাঁদ হাসলেই আমাদের প্রেম কাব্য হয়ে ওঠে
জ্যোৎস্নার আকাশ ভাসা স্রোতে।




রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

Expiry



Expiry
- যাযাবর জীবন

সব কিছুরই তো Expiry date থাকে,
যেমন খাদ্যের Expiry র সমাপ্তিতে পচন
জীবনের Expiry শেষ হওয়া মাত্র মরণ
অথচ ভালোবাসার কোনো Expiry date ই খুঁজে পাচ্ছি না।




কুয়াশায় নদীতে মন সাঁতার



কুয়াশায় নদীতে মন সাঁতার
- যাযাবর জীবন

সূর্যের ঘড়িটা থেমে আছে সকাল থেকে
পারছে না এগোতে কুয়াশা সাঁতরে
দেখা হয় নি চোখ মেলে হাত ঘড়িটার দিকে
টিক টিক টিক টিক
কখন যে সময় গড়িয়ে গেছে;

সূর্যের ঘড়িটায় এখনো ভোরের কুয়াশার ঘোর
হাত ঘড়িটা দেখেছে সময়ের ক্রমাগত দৌড়
কখন যে সকাল গড়িয়ে বিকেল নেমে এসেছে
কে জানতে পেরেছে?

কুয়াশা থাকুক আর নাই থাকুক
সময় গড়িয়ে চলে
ভালোবাসা থাকুক আর নাই বা থাকুক
জীবন এগিয়ে চলে।


প্রেমের কামড়



প্রেমের কামড়
- যাযাবর জীবন

দাঁতে সাপের বিষ
বিষ নারীর জিহ্বায়,
সাপের দংশনে মরণ একবারে
নারীর দংশনে প্রতিদিন ধুকেধুকে বারেবারে;

সাপের কামড় সইতে পারি না
প্রেমের কামড় সইব কিভাবে?




বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

তুই হীনা



তুই হীনা
- যাযাবর জীবন

নদী কুলকুল বহো
নদী কুলকুল বহো
বয়ে যাও নদী
নিরবিচ্ছিন্ন নিরবধি,

হৃদয় ঘৃণা সহো
হৃদয় ভালোবাসা দহো
সয়ে যাও ক্ষরণ
নয়তো মরণ,

মন তুই রাত হ
রাত তুই অন্ধকার
ঘুম হয়ে যা দুচোখ আমার
পারি দিতে অন্ধকার;

মন তুই ভালোবাসার
তোতে আমার মন হারাবার
তুই হীনা রাত্রি মম
তুই বিনা অন্ধকার।




রাতঘুমে স্বপ্ন


রাতঘুমে স্বপ্ন
- যাযাবর জীবন

পৃথিবী ঘুমোয় রাতে
জেগে থাকে অন্ধকার
জেগে থাকে ফেবু
আর ফেবুপালিত কিছু এলিয়েন
অন্ধ হয়ে অন্ধকারে;
ভোরের সূর্য চোখে পড়তেই আমার দুচোখ
গভীর ঘুমে,
জলকুমারী স্বপ্ন দেখে রাতঘুমে
ভালোবাসা জ্যোৎস্না হয়ে উড়ে গিয়ে
তোর চোখচুমে।



ধোঁকা কথা



ধোঁকা কথা
- যাযাবর জীবন

"আমি তোমাকে ভালোবাসি"
তিন শব্দের একটি বাক্য
বলার জন্য পৃথিবীর সবচেয়ে সহজ কথা
শোনার জন্য সবচেয়ে সুন্দর কথা
ধোঁকা খাবার এবং দেবার জন্য সবচেয়ে সোজা কথা
বিশ্বাস করার জন্য সবচেয়ে কঠিন কথা
সব জেনেও জটিল বাক্যটি শোনার জন্য মন আকুল
ধোঁকার দহনে জ্বলে পুড়ে মন ব্যকুল;
কান, মুখ বন্ধ করে
এই বেশ ভালো আছি।



তপ্ত



তপ্ত
- যাযাবর জীবন

তপ্ত ঠোঁটের তপ্ত কথা
তপ্ত মনে তপ্ত ব্যথা
তপ্ত প্রেম তপ্ত জীবন
তপ্ত সম্পর্ক তপ্ত ভাঙন;

নির্লিপ্ত ঠোঁটে তপ্ত চুমু
তপ্ত কথার কারণ।


খোঁজ



খোঁজ
- যাযাবর জীবন

খুঁজিস নে আর আমাকে হন্যে হয়ে এখানে ওখানে
ডাকিস নে আর আমাকে পাগল হয়ে আকাশে বাতাসে
মনের খুব গভীরে খুঁজে দেখ হৃদয় খুলে খুলে
স্মৃতির নিউরন কোষের কাছে জিজ্ঞাসা করে দেখ
ঠিক আমার ঠিকানা দেবে বলে
পাঁজরের হাড়গুলোর অনেক ভেতরে অস্থিমজ্জার ফাঁকে ফাঁকে
অন্তর-চোখ দিয়ে খোঁজ কর নিজেরই মাঝে,
ঠিক পেয়ে যাবি আমাকে।


মনের বনে জ্যোৎস্না



মনের বনে জ্যোৎস্না
- যাযাবর জীবন

সন্ধ্যের কুয়াশায় ভর দিয়ে এলো রাত
রাতের পরিধি জুড়ে অন্ধকার
অন্ধকার সাঁতরে কুয়াশায় ভেসে বেড়ায় চাঁদনি
চাঁদ এলো কি এলো না, কিছু এসে যায় না
আজ পূর্ণিমা আজ ভরা জ্যোৎস্না;

আজ শুধুই তোর আর আমার রাত
আজ পূর্ণিমায় ভেসে অন্ধকার হারিয়ে যাক
স্মৃতিগুলো হারিয়ে যাক বিস্মৃতির আড়ালে
আজ চাঁদের সাথে চাঁদনির মাখামাখি
আজ তোতে আর তোতেই ডুবে থাকি
আজ জ্যোৎস্নার রাত্রি;

আজ শুধুই
তুই
আমি
আর চাঁদনি।


ডুবসাঁতার



ডুবসাঁতার
- যাযাবর জীবন

ঠোঁট থেকে বুক
অনেকটা পথ
স্পর্শ হাটে আমার ঠোঁটে;
তারপর নৌকো বাইচ
পৌছুতে নাভিমূলে
তারপর আবার ডুবসাঁতার
ভালোবেসে তোর অনেক গভীরে,
যখন "তুই" আমার মনে;
আর নয়তো কুকুর বিড়ালও তো রমণে মাতে।


পশুমানব



পশুমানব
- যাযাবর জীবন

যতই গোলাপ দিস
ভেতরে ধুতুরার বিষ;
বেড়ালের নিঃশব্দ থাবায় বসে
কুকুর ঘ্রাণে ঘৃণা শুঁকি
হায়েনার হিংস্রতা দেখি চারিদিকে
সাপের ছোবলে নীল হই বিষে;
আরে আরে পশুর সমস্ত গুণাবলি
আমার মাঝেই তো দেখি;
তবে আমার আর পশুর মাঝে পার্থক্য কি?


হেরে যাওয়া আমিত্ব



হেরে যাওয়া আমিত্ব
- যাযাবর জীবন

আমার সব কিছুতেই প্রবল আমিত্ববোধ,
চিন্তা-চেতনা আমার মাথাপ্রসুত
খাওয়া পরা আমার মনমত
ঘুম আমার ইচ্ছেমত;

শুধু ভালোবাসায় তোর কাছে পরাজয়
আর মন অষ্টপ্রহর তুইময়।



শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

সময় বদলের পালা



সময় বদলের পালা

- যাযাবর জীবন

ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই মন জ্যোৎস্না
অথচ চাঁদের হিসাবে আজ অমাবস্যা;
তবে কি মনের হিসাবে সময় বদলায়?
নাকি মনে চাঁদ ওঠে তোর ছোঁয়ায়?



অহংকার মাটি ঘৃণার



অহংকার মাটি ঘৃণার
- যাযাবর জীবন

সমাজের অনেক উঁচু স্তরে তোদের বাস
মেঘের কাছাকাছি আকাশবাড়িতে তোদের বসবাস,
বড্ড অহংকার তোদের আজ
মাটিকে ঘৃণার;

আরে একদিন তো ঘুমোতে হবেই মাটির তলায়,
আমার
ওর
তার সাথে
এক কাতারে
মাটির বিছানায়;

সে দিন কি খুব বেশী দূরে?
সেদিন অহংকার করবি কি নিয়ে?



বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

রাগ-মোচন



রাগ-মোচন
- যাযাবর জীবন

প্রতি মিলনেই কি আর নারীর রাগ-মোচন হয়?
ঠাকুর ডুবিয়েই নরহাসের তৃপ্ত নাকডাকা,
পাশবালিশ জড়িয়ে;
অতৃপ্ত কামনার সাক্ষী নির্ঘুম বিছানা।




ফারাক, তোর আর আমার



ফারাক, তোর আর আমার
- যাযাবর জীবন

তুই হারানো ভালোবাসা খুঁজছিস আকাশ ছাদে,
আমি বদলে গিয়েছি মাটির পৃথিবীতে;
তুই চাঁদনি খুঁজিস জ্যোৎস্না চাঁদে
আমি কলংক মেখেছি সারা গায়ে;

ফারাক বিস্তর
আমাদের চাওয়া আর পাওয়ার মাঝে
ফারাক আমাদের ভালোবাসার মাঝে;

বিস্তর ফারাক,
তোর আর আমার মাঝে।


শীতের রৌদ্দুর




শীতের রৌদ্দুর
- যাযাবর জীবন

শীতের রৌদ্দুর
ওম ওম রৌদ্দুর;

জানলা গলা রৌদ্দুর কাঁথার ওপর
তার তলায় তুই
পাশাপাশি আমি
হাতে হাতে দুষ্টুমি
চোখে চোখে তুই
আদর ঠোঁটে ঠোঁটে
ভালোবাসার আবেশে;
গরম শরীরে,
কাম না রৌদ্রে?
কে জানে?

চল রোদ পোহাই
চল মন ভেজাই
চল রোদে ভিজি দুজনে
শীতের রৌদ্রে;
ভালোবেসে আর ভালোবেসে।





বোধের বাইরের বোধ



বোধের বাইরের বোধ
- যাযাবর জীবন

যদিও জ্যোৎস্না আমার চারিদিক ঘিরে রয়
ভাবিস নে তুই, অমাবস্যাও আমার খুব ভালো সয়,
জ্যোৎস্নালোকিত রাত কিংবা জোনাক-জ্বলা অন্ধকার
দুটোই জীবনের অংশ আমার;

কি এসে যায় রাত বা দিনে?
আলো কিংবা আঁধারে?
বোধের বাইরের বোধ যখন আপনায় আপনারে।





হিপোক্রেট



হিপোক্রেট
- যাযাবর জীবন

রাত গভীর হলেই
শরীর পুড়ে যায় কামনার জ্বরে
মনেতে ওড়ে প্রেমের ছাই
অর্ধ-জ্বলন্ত সিগারেটটা ছাইদানিতে পিষে
যন্ত্রের মত বিছানায় উঠে যাই
বাতি নেভানোর পরে অন্ধকারে ঘরে রমণ শেষে
ক্লান্ত দেহে, মনে মনে
নারীতে নারীতে তফাৎ খুঁজে বেড়াই;

আমাদের হিপোক্রেসির কোনো সীমা নাই।


ভালোবাসার সকাল



ভালোবাসার সকাল
- যাযাবর জীবন

আমার ঘুম ভাঙাতে গিয়ে সূর্যের ঘুম ভাঙিয়ে দিলি
তারপর পাখির কলকাকলি গানে নিজেই ঘুমিয়ে গেলি;
আমি সূর্যের সাথে খুনসুটি শুরু করে চাঁদের প্রেমে পড়ে গেলাম
তোর ঘুম ভাঙল না এখনো;

তোর ঠোঁট ছাড়া অন্য ঠোঁটে চুমু খেয়ে অভ্যস্ত নই
এবার উঠে জড়িয়ে ধর আমায়,
ভালোবাসায় রাত নামার আগে
চল আরেকবার প্রেম করি।

ভালোবাসায় ডুব



ভালোবাসায় ডুব
- যাযাবর জীবন

তুই যখন জলে
আমি স্থলে স্থলে
তুই যখন ঘুমে
আমি তোর চোখ চুমে
তুই যখন আমায় খুঁজিস
মন তুই কি বুঝিস?
আমি যখন তোর
তখন তোর ভোর;

চুপ করে থাকবি?
একটা কিছু বল;
ভালোবাসার জলকুমারী
এবার ডুবি চল।

শব্দহীন শব




শব্দহীন শব
- যাযাবর জীবন

কানে ঘুম ভাঙানিয়া ভালোবাসার শব্দহীন চিৎকার
কবর নীরবতায় মন শব আমার;

ভালোবাসা বোঝে পশু পাখি লতা পাতা গাছ
তোর প্রেমের গুনগুনানি পাথরের কানে।