বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

উঁইপোকার খাদ্য



উঁইপোকার খাদ্য
- যাযাবর জীবন

শাড়িটা সে রাতেও পড়েছিলি ব্লাউজ ছাড়া
প্রগলভ নারীদেহ একপ্যাঁচে একহারা
বড্ড আক্রমণাত্মক
সাদা দেহে কালো শিফন শাড়িটা;

কেও ভালোবাসা খোঁজে দেহের ভাঁজে
কেও চোখ নামায় পরম লাজে,
রাসপুটিন জন্মায় না যুগে যুগে
রাতভর কাম কাটে উঁইপোকা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন