বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

তুই হীনা



তুই হীনা
- যাযাবর জীবন

নদী কুলকুল বহো
নদী কুলকুল বহো
বয়ে যাও নদী
নিরবিচ্ছিন্ন নিরবধি,

হৃদয় ঘৃণা সহো
হৃদয় ভালোবাসা দহো
সয়ে যাও ক্ষরণ
নয়তো মরণ,

মন তুই রাত হ
রাত তুই অন্ধকার
ঘুম হয়ে যা দুচোখ আমার
পারি দিতে অন্ধকার;

মন তুই ভালোবাসার
তোতে আমার মন হারাবার
তুই হীনা রাত্রি মম
তুই বিনা অন্ধকার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন