মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

প্রেম ও মোহ



প্রেম ও মোহ
- যাযাবর জীবন

পাওয়ার থেকে দেওয়ার ভাগ অনেক বেশি
প্রেমেতে
কাম শরীর সর্বস্ব
মোহেতে শুধুই পেতে চায় মানুষ;

ভালোবাসার তারা কোথায়
সবই দেখি মোহের ফানুশ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন