মনের বনে জ্যোৎস্না
- যাযাবর জীবন
সন্ধ্যের কুয়াশায় ভর দিয়ে এলো রাত
রাতের পরিধি জুড়ে অন্ধকার
অন্ধকার সাঁতরে কুয়াশায় ভেসে বেড়ায় চাঁদনি
চাঁদ এলো কি এলো না, কিছু এসে যায় না
আজ পূর্ণিমা আজ ভরা জ্যোৎস্না;
আজ শুধুই তোর আর আমার রাত
আজ পূর্ণিমায় ভেসে অন্ধকার হারিয়ে যাক
স্মৃতিগুলো হারিয়ে যাক বিস্মৃতির আড়ালে
আজ চাঁদের সাথে চাঁদনির মাখামাখি
আজ তোতে আর তোতেই ডুবে থাকি
আজ জ্যোৎস্নার রাত্রি;
আজ শুধুই
তুই
আমি
আর চাঁদনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন