শীতের রৌদ্দুর
- যাযাবর জীবন
শীতের রৌদ্দুর
ওম ওম রৌদ্দুর;
জানলা গলা রৌদ্দুর কাঁথার ওপর
তার তলায় তুই
পাশাপাশি আমি
হাতে হাতে দুষ্টুমি
চোখে চোখে তুই
আদর ঠোঁটে ঠোঁটে
ভালোবাসার আবেশে;
গরম শরীরে,
কাম না রৌদ্রে?
কে জানে?
চল রোদ পোহাই
চল মন ভেজাই
চল রোদে ভিজি দুজনে
শীতের রৌদ্রে;
ভালোবেসে আর ভালোবেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন