বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

ভালোবাসায় ডুব



ভালোবাসায় ডুব
- যাযাবর জীবন

তুই যখন জলে
আমি স্থলে স্থলে
তুই যখন ঘুমে
আমি তোর চোখ চুমে
তুই যখন আমায় খুঁজিস
মন তুই কি বুঝিস?
আমি যখন তোর
তখন তোর ভোর;

চুপ করে থাকবি?
একটা কিছু বল;
ভালোবাসার জলকুমারী
এবার ডুবি চল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন