বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

কি আশ্চর্য!



কি আশ্চর্য!
- যাযাবর জীবন

জলকুমারী,
ঘুম আসে না?
রাত গভীর হতে হতে অতল কুয়ো
আমি তোতে নামছি তো নামছিই
ঠাঁই কোথায় প্রেমে?
অথচ কি আশ্চর্য! ভালোবাসি দুজনে;

গাঢ় জ্যোৎস্না দেখছিস তুই ওখানে
রাত ঘন হতে
রূপসার জলঘাটে
এখানে অতল রাত্রিতে আমি আচ্ছন্ন গভীর কুয়াশায়,
চাঁদ চুয়ে চাঁদনি
মন চুয়ে তুই
রাতের দীর্ঘশ্বাসে দুজনা অন্ধকার হয়ে রই;
তারপর কান্না
এখানে আমার
ওখানে তোর
সুখ কোথায় প্রেমে?
অথচ কি আশ্চর্য! ভালোবাসি দুজনে;

তারচেয়ে চল জলে
চল ভিজি
চল ডুবি
দুজনে মিলে
রূপসার নীলে
শীতের জ্যোৎস্না যেখানে মিশেছে কুয়াশায়
সেখানে ডুবিয়ে নে আমায়
তারপর চল হারিয়ে যাই
দুজনেতে দুজনে
ঠোঁটে ঠোঁটে
এক হয়ে;
দুজনে মিলেই না হয় সুখ খুঁজে নেব এবার প্রেমে
আশ্চর্যের কি আছে?
ভালো যে বাসি দুজন দুজনে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন