অপ্রাপ্তির লাল
- যাযাবর জীবন
পরের বৌটা সবসময়ই সুন্দর
আহা আহা!
সংসার করবি ওর সাথে?
না বাবা, না বাবা!
তবে নজর দিচ্ছিস কেন রে গাধা?
ওর বরটা কি যে হ্যন্ডসাম!
আহা আহা!
এসে সংসার কর তার সাথে;
আরে নাহ, না বাবা,
তবে নজর দিচ্ছিস কেন রে বোকা গাধা?
ওপারের ঘাসের মাঠ সব সময়ই ঘন সবুজ,
সব লাল শুধুমাত্র আমার বুকের ভেতর
অপ্রাপ্তি আর ঈর্ষার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন