বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

ডুবসাঁতার



ডুবসাঁতার
- যাযাবর জীবন

ঠোঁট থেকে বুক
অনেকটা পথ
স্পর্শ হাটে আমার ঠোঁটে;
তারপর নৌকো বাইচ
পৌছুতে নাভিমূলে
তারপর আবার ডুবসাঁতার
ভালোবেসে তোর অনেক গভীরে,
যখন "তুই" আমার মনে;
আর নয়তো কুকুর বিড়ালও তো রমণে মাতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন