রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

গন্তব্য ভালোবাসার



গন্তব্য ভালোবাসার

- যাযাবর জীবন

আমাদের শুরু ছিল
শেষ হয় নি
গন্তব্য ছিল
অথচ পথ চলা হয় নি;
এই নীলাকাশ
এই খড়ের মাঠ
এই নদী এই বন
সবাই অপেক্ষায় ছিল
শুধু আমরাই মেতে ছিলাম সেদিন
ঘরকুনো ভালোবাসায়;

আজ কোথায় আমি আর কোথায় তুই!
অথচ দেখ নিয়তির সংযোগ?
ভালোবাসাটা তেমনি বুকে ধরে আছি
অথচ আমাদের নেই কোন যোগাযোগ;
একদমই কি নেই?
তবে চাঁদের দিকে তাকালেই কেন তোর স্পর্শ পাই?
আমি চাঁদনি মাখি ঘোর অমাবস্যায়
তুই তখন হয়তো ঘুম আঁকিস চোখে
কিংবা নির্ঘুম আমায় মনে করে;
অথচ সেদিন যদি নদীর ডাক শুনতাম
ডানা ভাসাতাম নীলাকাশে!
তবে আজ তুই আমার পাশে থাকতি বিছানাতে
আর আমরা স্বপ্ন আঁকতাম দুজনে মিলে
একসাথে;

অথচ আজ আমরা চোখ বুঁজে স্বপ্ন খেলি
চাঁদ উঠলে চাঁদনি মাখি
বৃষ্টি হলে ভিজি ভালোবাসায়
আর চোখের জল লুকোই ঘন কুয়াশায়;

আমরা আজো ভালোবাসি
সেই আগের মতই
দুজন দুজনকে
আর রোদে রোদে অন্ধকার খেলি
সবার চোখের আড়ালে
কেও যাতে বুঝতে না পারে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন