শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

কামচোখে পাহাড় দর্শন



কামচোখে পাহাড় দর্শন
- যাযাবর জীবন

বুকের দিকে আড়ে আড়ে কেন তাকাস কেন রে নর?

পাহাড় দেখিস?
বাইতে পারবি?
অনেক শক্তি?
অনেক শৌর্য?

ভালো করে তাকা
বুকের দিকে
স্তনের দিকে,
আড় চোখে নয়
সরাসরি
পূর্ণ দৃষ্টিতে তাকা বুকের দিকে রে কামুক পুরুষ,
তারপর চোখ বন্ধ করে মনে কর
স্তন নিঃসৃত ফোঁটা ফোঁটা দুধে তোর শৌর্য
মনে পড়ে?
ভুলে গেলে না হয় মা কে জিজ্ঞেস কর;
কি! কাম নেমে গেলো?
আহা রে বীর পুরুষ;

নারী'কে বোঝ
কাম নয়
পুরুষ হ তুই
কামুক নয়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন