অন্য আরেকজন
- যাযাবর জীবন
আমি যাকে বলি
সে শোনে না,
শোনে অন্যজন
বোঝে অন্য আরেকজন;
যার জন্য আমার মন পোড়ে
সে বোঝে না,
বোঝে অন্যজন
আমাতে মন পোড়ায় অন্য আরেকজন;
যার সাথে আমি অভিমান করি
সে বোঝে না,
বোঝে অন্যজন
আমার সাথে অভিমান করে থাকে অন্য আরেকজন;
আমি যাকে ভালোবাসি
সে বোঝে না,
বোঝে অন্যজন
আর আমায় ভালোবাসে অন্য আরেকজন;
আমার মন জুড়ে শুধুই
- 'এক তুই'
আর আমার চারিদিকে ষড়ভুজ প্রেমের অষ্ট মন;
অথচ আমার তুই আমায় শোনে না
আমার তুই কিছুই বোঝে না
না বোঝে মন
না প্রেম
না অভিমান
না অনুরাগ
না ভালোবাসা;
অথচ দেখ!
আমার পুরো স্বত্বা জুড়ে শুধুই একজন
- "ভালোবাসার এক তুই"।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন