একদিন সূর্যাস্ত
- যাযাবর জীবন
একদিন তুই ছিলি একদিন প্রেম
তুই আমার ছিলি আমি তোর ছিলেম
একদিন অভিমান দূরত্ব তত
দোষ ছিলো না তোর আমার ছিলো যত
একদিন তুইআমি একদিন বিচ্ছেদ
দূরে দূরে দূরত্ব, সম্পর্কের শবচ্ছেদ
একদিন পাহাড় ছিল একদিন ঝর্ণা
একদিন নদী হলো তারপর লোনা
একদিন জীবন ছিল একদিন হাটিহাটি
একদিন সূর্যাস্ত তারপর সব মাটি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন