শনিবার, ৯ মার্চ, ২০১৯

কোথাও নেই



কোথাও নেই
- যাযাবর জীবন


কোথায় কাক? মেঘলা সকাল
আলসে তুই, ভালোবাসাতে অবহেলা
ঘুমিয়ে তুই, মন খারাপের দুপুর
ঝুম ঝুম বৃষ্টি করে মন নিয়ে খেলা

এখানে উথাল সাগর
বড্ড বেশী ঢেউ
ওখানে চারিদিকে খুঁজি
কোথাও নেই তুই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন