শনিবার, ৯ মার্চ, ২০১৯

সোনালী ভোর



সোনালী ভোর
- যাযাবর জীবন


সেই সোনালী ভোরের কথা মনে আছে কি?

তুই সাগর পাড়ে হেঁটে হেঁটে ঝিনুক কুড়োচ্ছিলি
আর বার বার পূবের আকাশে তাকাচ্ছিলি রাঙা সূর্যের অপেক্ষায়
পানির ভেতর থেকে ডিমের কুসুমটা তোকে ছুঁয়ে দিতেই তুই পরী হয়ে গেলি,
আমি হয়ে গেলাম বালি;

তারপর প্রতিদিনই আকাশে সূর্য ওঠে
সাগরে লাল ডিমের কুসুম হলুদ হতে হতে পুড়ে সাদা হয়ে যায়,
সূর্যোদয় কোথায়?
সূর্য গরম হয়, আমাকে পোড়ায়;

তুই ঝিনুক কুড়োলে তবেই না সূর্যোদয়
নতুবা ভোর তো প্রতিদিনই আসে,
আমায় পুড়িয়ে কালো করে;

কত মানুষ আমায় মাড়িয়ে যায়!
সাগর বেলায়,
আমি অপেক্ষায় থাকি;
কোন এক ধুসর ভোরে তুই আবার আসবি সাগর তীরে
হেঁটে হেঁটে ঝিনুক কুড়োবি সেই সেদিনের মত,
সাগর থেকে ডিমের কুসুম লাল হয়ে উঠতেই আমি সময় থামিয়ে দেব একেবারে
তোর পরী হওয়ার আগে,

তারপর তুই আমি ভিজব
সূর্যে
চাঁদে
সাগরে
প্রেমে
দুজন দুজনে
থেমে যাওয়া সময়ে;

এই যাহ!
খোলা জানালা দিয়ে হলুদ কুসুম চোখে যেতেই স্বপ্নটা পুড়ে গেলো ভোরের সূর্যে,
স্বপ্নগুলো মাঝে মাঝে বড্ড পুড়ে যায়
কিংবা আমায় পোড়ায়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন