বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

ভালোবাসায় ছুঁয়ে ছুঁয়ে



ভালোবাসায় ছুঁয়ে ছুঁয়ে
- যাযাবর জীবন


যখন তুই পাশে জেগে
ভালোবাসা ছুঁয়ে ছুঁয়ে;

ছুঁয়ে ছুঁয়ে তোর কালো চুল
চুল বেয়ে কপাল
কপাল থেকে চোখ চুমে চুমে ঠোঁট
আহা ছাড় না!
বড্ড ডাকাত তুই
ওভাবে কেও কামড়ে ধরে?

ঠোঁট থেকে তোর গলা ছুঁয়ে ছুঁয়ে বুকে নামতেই তুই নদী
ততক্ষণে আমি পাথর
বুক বেয়ে নাভি ছুঁয়ে ছুঁয়ে নামতেই সাগর
অনেকক্ষণ ডুব সাঁতারে লোনা হলাম দুজন
তারপর ক্লান্তিতে বুকে ঢলে পড়লি তুই
আমি তোর চুল ছুঁয়ে ছুঁয়ে আদর
আদর কপাল চুমে
ঠোঁটে ঠোঁটে
সারারাত তুই গভীর ঘুমে;

যখন তুই পাশে ঘুমিয়ে
ভালোবাসা ছুঁয়ে ছুঁয়ে;

আমি একটু পর পর তোকে আদরে চুমে চুমে
ভালোবাসাবাসির রাতে আমার কি আর ঘুম হয়?
রাতভর তুই আমার বুকে
আমি তোকে ছুঁয়ে ছুঁয়ে
চুলে
কপালে
গালে
সারা শরীরে
ছুঁয়ে ছুঁয়ে
ভালোবাসায় আদরে আদরে;

তুই ঘুমা, নিশ্চিন্ত ঘুমে;
আমি জেগে আছি
ভালোবাসায় তোকে ছুঁয়ে ছুঁয়ে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন