ভালোবাসার শব্দ
- যাযাবর জীবন
ভালোবাসা বাজছে
ঝনঝন করে
কানের ভেতর
মনের মাঝে,
মাঝে মাঝে ধীমালয়ে মাঝে মাঝে কান ফাটানো তীব্র স্বরে;
মাঝে মাঝে আমি বিভ্রান্ত হয়ে যাই
তোর নিঃশব্দ ভালবাসায়
মাঝে মাঝে একদম বধির হয়ে যাই,
তোর তীব্র কান ফাটানো ভালোবাসার শব্দে;
তবে ভালোবাসার ক্রমাগত অনুভব কিন্তু ঠিক মাদল বাজায়
বুকের মাঝে
তোর ভালোবাসার অনুভব
ক্রমাগত আর ক্রমাগত
নৈঃশব্দ্যে কিংবা ঝুমঝুম নূপুরের শব্দে
শয়নে কিংবা জাগরণে,
খুব বেশি ভালোবাসিস বুঝি?
কই! আমি তো ভালোবাসতে পারি নি তোকে
শব্দে কিংবা নৈঃশব্দ্যে,
আচ্ছা! অনুভবে কি ভালোবেসেছি তোকে?
একটু কিংবা অনেকখানি?
একদিন জিজ্ঞাসা করে দেখতে হবে মন'কে
কোন এক একলা রাতে.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন