নীরবতাও ভাষা
- যাযাবর জীবন
তুই আমায় প্রায়শই জিজ্ঞাসা করিস
- এই, বলো না আমি দেখতে কেমন?
আমি চুপ করে থাকি;
তুই মন খারাপ করে বলিস
- আজো চিনলে না আমায়?
আমি চুপ করে থাকি
আর মনে মনে বলি
- তুই কেমন, জানিস?
- কামিনী চিনিস?
সহজ সরল শুভ্র সাদা
তীব্র গন্ধা জটিল ধাঁধাঁ
আরে নারী!
আমার কি সাধ্য? তোরে চিনতে পারি;
তুই আমায় প্রায়শই জিজ্ঞাসা করিস
- আচ্ছা! ভালোবাসো আমায়?
আমি চুপ করে থাকি;
তুই মন খারাপ করে বলিস
- আজো মন পেলাম না তোমার;
আমি চুপ করে থাকি
আর মনে মনে বলি
- ভালোবাসা চিনিস?
- সাগর দেখেছিস?
- আকাশ দেখিস?
নীল নীল, গভীর নীল
ভালোবাসা বড্ড জটিল
ওরে নারী!
আমার হৃদয় নীল, ভালোবাসায় আমি বড্ড আনাড়ি
আমার চোখ লবণ, আমি কি ভালোবাসতে পারি?
একদিন দেখিস!
- আমি ঠিক তোকে চিনে নেব, অন্য কোনো ফুলের রূপে
- তুই যেভাবে চাস;
তবে কি জানিস?
- কামিনী আমার প্রিয় ফুল;
- একদিন দেখিস ঠিক তোকে ভালোবাসবো, মুখে মুখে
- তুই যেভাবে চাস;
তবে কি জানিস?
- নীরবতাও ভালোবাসার ভাষা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন