শনিবার, ৯ মার্চ, ২০১৯

ডাকাতিয়া



ডাকাতিয়া
- যাযাবর জীবন


আজকাল বড্ড ডাকাত হয়েছিস তুই
সূর্য থেকে ছিনিয়ে আনিস আলো
রাত থেকে কালো

আমি চাঁদের গায়ে দেখি ছোপ ছোপ কালো
তুই জ্যোৎস্না থেকে ছিনিয়ে আনিস আলো

আমার হৃদপিণ্ড কাটলে শুধুই রক্ত
তুই ছিনিয়ে নিতে চাস ভালোবাসা;
মন কি আর ছিনিয়ে নেয়া যায়?
তোকে বোঝানো দায়

ডাকাতিয়া প্রেমে আমার বড্ড ভয়,
আমি না হয় তোর মনে একটু উঁকিই দিয়েছি
মন কি চুরি করেছি?
তুই শুধু শুধুই ডাকাত হতে গেলি
না হয় ক্ষণিকের জন্য আমায় ছিনিয়েই নিলি
ধরে কি রাখতে পারলি?

এই যে মনে এত এত ভালোবাসা!
একটু চোখের দেখা, একটু কাছে আসা
তারপর তো আবার বিচ্ছেদ,
তুই কি জানিস?
তোকে ছাড়া বড্ড কষ্ট পাই
অথচ দেখ! প্রতি চাঁদ সূর্যে তোতে হারাই
আচ্ছা!
তোর মনেও কি তাই?

আমি ভালোবেসে কান্না হয়েছি
তুই ডাকাত হয়েও নিঃস্ব
জয়ী হলো কে?

হার হলো কার?
তোর?
আমার
না ভালোবাসার?








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন