শনিবার, ৩০ মার্চ, ২০১৯

ভালোবাসার হরেক রকম



ভালোবাসার হরেক রকম
- যাযাবর জীবন


এক একটা সময়ের ভালোবাসা এক এক রকম
একটা সময়ে ভালোবাসা শুধুই শরীর
ঠোঁট, হাত, লিঙ্গ আর
কেজি কেজি মাংস,
একটা সময়ে ভালোবাসা নদী
দুজন দুজনে বয়ে যাওয়া,
একটা সময়ে ভালোবাসা পাহাড়
ঠেলেও যায় না সরানো,
একটা সময়ে ভালোবাসা সাগর
লবণ আর চোখের জল,
একটা সময়ে ভালোবাসা আকাশ
বিশাল এক নীল কষ্ট,
কোন একটা সময়ে এসে বোঝা যায়
ভালোবাসা মন
শুধুই অনুভব;

কত আর ভালবাসবো তোকে?
নদী হয়ে
পাহাড় হয়ে
সাগর হয়ে
আকাশ হয়ে;

তুই আমায় চাঁদ দিতে চাস
জ্যোৎস্না তোর কাছে রেখে
মেঘ দিতে চাস
বৃষ্টি তোর কাছে নিয়ে
সূর্য দিতে চাস
আলো হরণ করে
আকাশ দিতে চাস
নীলটুকু শুষে নিয়ে,
একবার তো তোকে দিয়ে দেখ!
শুধু মন দিয়ে
অনুভবে অনুভবে;

তুই আমায় ভালোবাসিস
পাখি হয়ে উড়ে উড়ে,
আমি আকাশ নই;
তুই আমায় ভালোবাসিস
হরিণী হয়ে ছুটে ছুটে,
আমার মাঝে বন কই?
তুই আমায় ভালোবাসিস
মাছ হয়ে ভেসে ভেসে
আমি তো নদী নই;
তুই আমায় পেতে চাস
সাপ হয়ে দংশনে,
আমি তো কবেই মরেছি তোতে;
একবার তো ভালোবাসে দেখ!
অনুভবে
নারী হয়ে;

একবার আমাতে তুই বিলীন হ
ভালোবাসার অনুভবে
ভালোবেসে মন দিয়ে,
শুধুই আমাতে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন