সমুদ্রের কান্না
- যাযাবর জীবন
আমার এখানে কাক ভোর
ঝুম ঝুম ঝুম ঝুম শব্দ ঘুম ভাঙিয়ে দিলো
জানালার পর্দা সরিয়ে দিতেই ঝুল বারান্দা পেরিয়ে সাগর পর্যন্ত বৃষ্টির পর্দা,
এক অপার্থিব দৃশ্য;
তুই নিশ্চয়ই গভীর ঘুমে,
বৃষ্টি তোকে নাড়া দেয়?
মন ভেজায়?
চোখ তো শুধু দেখে, বৃষ্টি অনুভব করে কি?
অনুভব তো করে মন,
তোর মন আছে?
তবে ভালোবেসে দেখা তো আমার মতন!
তুই মেঘ দেখিস
আমার বৃষ্টি স্নান
তোর বৃষ্টি দর্শন
আমার বুকের খাঁচায় ভালোবাসার ভাঙন;
একবার ভালোবেসে দেখ আমার মতন
সারাজীবন ভিজবি লোনা জলে,
সমুদ্র কি আর এমনি এমনি হয় রে?
কত কত ভালোবাসার কান্নাই না সে বুকে ধরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন