মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

ভালোবাসার অনুভূতি



ভালোবাসার অনুভূতি
- যাযাবর জীবন


তোকে একটু দেখতে পারার নাম দৃষ্টি
একটু ছুঁতে পারার নাম অনুভব
তোর অভিমান পোড়ায় আমায় দুপুর সূর্যে
তোর হাসিতে জ্যোৎস্না খেলে
তোর কান্নায় ঝুম বৃষ্টি নামে,
তোকে ভালোবাসার নামই হৃদয়ের ধুকপুক
তোকে ভালোবাসাটাই আমার অনুভূতি
তোকে ভালোবাসতে পারি বলেই বেঁচে আছি;

সবাই কি আর আলোতে বাঁচে?
সবার ঘরেই কি জ্যোৎস্না আসে?
বাতাস খেলে না আমার জানালায়
হাসে না নীল আমার আকাশে
তবুও খোলা রেখে দিয়েছি আমাকে আমি
একটু রৌদ্র আসুক
একটু মেঘ ঢুকুক
একটু বৃষ্টি নামুক
কিছু বাতাস আসুক
কিছু জ্যোৎস্না ঢলুক
কিছুই কি আসবে না?
কিছু না আসলেও অন্ধকার তো আসবে!
রাত্রি তো কবেই সঙ্গী করেছে আমাকে!

আচ্ছা অন্ধকার অনুভূতির নাম কি ভালোবাসা?
তবে আমার থেকে বেশী ভালো কেও বাসে নি তোরে;

আলো কিংবা আঁধার মানুষের জন্য
আমার জন্য শুধুই তুই
তোকে ভালোবাসাটাই আমার অনুভূতি,
তোকে ভালোবাসতে পারি বলেই আজো বেঁচে আছি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন