অবগাহন
- যাযাবর জীবন
কেও ইচ্ছে করে পাখি হতে চায়
কারো পাখির জীবন
বানভাসি বাধ্য হয়ে এ ঘাটে ও ঘাটে ভাসে
মাছ ভেসে বেড়ায় উল্লাসে
কাক ময়লা ঠোকরায়
কাঠঠোকরার ঠোকর কাঠে
পানকৌড়ির মাছে
মানুষ ঠোকরায় ঘাটে ঘাটে;
যাযাবরে মন কখনো পাখি হয়
কখনো মাছ
কাকে জানি খুঁজে বেড়ায় এ ঘাট ও ঘাট!
শরতের আকাশে নানা রঙের মেঘ ভাসে
বৈশাখের আকাশে ঝড়
শীতের আকাশ কুয়াশায় আচ্ছন্ন
গ্রীষ্মের আকাশ তেতে থাকে সূর্যের রাগে;
যাযাবর সব আকাশেই নীল খোঁজে
তার মন আকাশে কখনো মেঘের ভেলা
কখনো চাঁদের খেলা,
যাযাবর মন ভেজে বৃষ্টি বিলাসে
কখনো জ্যোৎস্নাস্নানে
আর কোনো এক 'তুই' এর অবগাহনে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন