বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

কান্নার চিৎকার



কান্নার চিৎকার
- যাযাবর জীবন


ঐ যে পাহাড়গুলো দেখছিস?
কেমন শান্ত হয়ে দাঁড়িয়ে আছে
ওদের একটা ভালো দিক কি জানিস!
ওরা সব কিছু বুকে ধরতে পারে
সইতে পারে সব কিছু;

এখানে পাহাড়ের কাছে এসে যত ইচ্ছে চিৎকার করে বলা যায়
সব গোপন দুঃখ ব্যথার কথা
গলা ফাটিয়ে কাঁদা যায়
এখানে কোন মানুষ নেই
কেও শুনবে না ভেতরের কান্না
শুধু ঐ দূর দূরান্তের পাহাড়ের ঢাল থেকে কান্নার কিছু প্রতিধ্বনি ভেসে আসে
আর বাকি চিৎকারটুকু শুষে নেয় পাহাড়
নিজের করে;

কান্না লুকোতে পাহাড়ের জুড়ি মেলা ভার
মানুষের কান্না।

সমুদ্রে গিয়েছিস?
কি বিশাল নীলের সমারোহ
নোনা জলের একটা ভালো দিক কি জানিস!
তোর চোখ থেকে সে কান্না শুষে নেয় খুব সহজেই
তারপর নিজেই আরো একটু লবণাক্ত হয়;

সাগরের তীরে এসে যত ইচ্ছে চিৎকার করে কাঁদা যায়
সাগরের গর্জনে চাপা পড়ে যায় মানুষের চিৎকার
এখানে এসে কাঁদা যায় গলা ফাটিয়ে
ধু ধু বালিয়াড়িতে কেই বা কান্না শোনে!
সাগরের গর্জনের সাথে মিলেমিশে একাকার হয় কান্নার হাহাকার
আর চোখের জলটুকু শুষে নেয় সাগর
লোনা হয়ে;

কান্না শুষে নিতে সাগরের জুড়ি মেলা ভার
মানুষের কান্না।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন