মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

আমি আছি, আছিস তুই




আমি আছি, আছিস তুই
- যাযাবর জীবন



আমি তো আছি,
রোদ বৃষ্টিতে ভিজে ভিজে
চাঁদ সূর্যে মন শুকিয়ে
দিন আর রাতে সাগর চোখে
সাদায় কালোয় নীল হয়ে
জ্যোৎস্না অমাবস্যায় একা হয়ে
ভালো আর মন্দে মিলিয়ে মিশিয়ে
আমার আমি,
শুধুই আমার আমি;

শুধু মাঝে মধ্যে তুই,
রোদ বৃষ্টিতে আমার মনে
চাঁদ সূর্যে আমার মনে
দিন আর রাতে আমার মনে
জ্যোৎস্না অমাবস্যায় আমার মনে
স্বপ্নে স্বপ্নে আমার চোখে
চোখের ভেতর মনের ভাঁজে তুই,
মাঝে মধ্যে কিংবা সব সময়ে
মেঘ হয়ে
বৃষ্টি হয়ে
মনের চালে ঝরে পরিস তুই,
পাখি ডানায় উড়ে উড়ে ঘুরে ঘুরে
মন আকাশের পুরোটা নীল
জুড়ে থাকিস তুই,
আমার তুই,
শুধুই আমার তুই।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন