ভালোবাসার অসুখ
- যাযাবর জীবন
বিষণ্ণ দুপুর
বড্ড একা
একলা রৌদ্দুর
আকাশে কোথাও মেঘ নেই
নীল আকাশটাও আজ বড্ড একা
এত একার একাকীত্বের সাথে মিলেমিশে আমিও বড্ড একা;
খুব ইচ্ছে করছে কারো হাত ধরতে,
কার হাত ধরব?
রৌদ্দুরের?
আকাশের?
ধরাছোঁয়ার বাইরে অনেক দূরে তারা,
তাই দুপুরের গায়ে হেলান দিয়ে বসে আছি নীলের মাঠে একা;
বড্ড ইচ্ছে করছে কেও আসুক!
হাতে হাত রাখুক
কাঁধে হেলান দিয়ে পাশে বসুক
তারপর না হয় আবারও হারিয়ে যাক তোর মত
ভালোবাসার অনেকগুলো অসুখ দিয়ে;
আমি বারবারই না হয় একা হব
ভালোবাসার অসুখে অসুখে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন