জীবনের নানা রূপ
- যাযাবর জীবন
আমি তোকে সব রূপে দেখছি,
তোর সবগুলো রূপে;
যখন তুই কুঁড়ি ছিলি
যখন তুই ফুল হলি
ফুল থেকে যখন ফল হলি
যৌবনের ডাঁসা ফলের রসা রূপ
পাকা ফলের ম ম গন্ধ
কুঁড়ি থেকে পাকা ফল
কিংবা ছুড়ি থেকে বুড়ি
সব রূপেই দেখেছি তোকে
সব রূপেই তুই ছিলি আমারই;
একদিন তুই শামুক ছিলি
একদিন তুই ঝিনুক
একদিন মুক্তো হলি
সবার কাছে দামী
আমি তখন গুটিয়ে গেলাম
নিজের ভেতর আমি;
একদিন তুই জীবন চিনলি
একদিন চিনলি মানুষ
একদিন তুই বুঝে গেলি
জীবন মানেই নানা রঙের ফানুস
তারপর তুই একা হলি
একদিন কাঁদলি ভীষণ
ততদিনে তুই বুঝে গেলি
সম্পর্ক জীবনের প্রহসন;
আমি সব কিছুর সাক্ষী হয়ে ছিলাম
আমি তোর ঠিক পেছনেই দাঁড়িয়ে ছিলাম;
তুই সব চেয়ে ভালো ছিলি, কখন জানিস?
যখন তুই আমার ছিলি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন