আমার আকাশটা তোর
- যাযাবর জীবন
আমার একটা আকাশ আছে
নীল আকাশ;
আচ্ছা! তোর কি ডানা আছে?
তবে ভেসে থাক আমার আকাশে,
মুঠো মুঠো নীল দেব তোর ডানায় মেখে
হালকা নীল
গাঢ় নীল,
কখনো মেঘ দেব
কখনো বৃষ্টি
কখনো রোদ
কখনো কুয়াশা,
ভালোবাসার আকাশে কোন কিছুর কমতি থাকে না;
ভালোবাসা নিবি?
আরে বোকা পুরোটা আকাশটাই তো তোকে দিয়ে দিয়েছি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন